ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

বিজেপির শর্তে রাজি হওয়ায় বোর্ড সভাপতি গাঙ্গুলী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১৪ অক্টোবর ২০১৯

শেষ মুহূর্তে বড় কোনও অঘটন না ঘটলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিতে হতে চলেছেন তিনি।

আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। রোববারই তা জমা দেওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে রোববার রাতে নাটকীয়ভাবে বিসিসিআইয়ের রাজ্য সংস্থাগুলোর বেসরকারি বৈঠকে সভাপতি হিসেবে তার নামে পড়েছে সিলমোহর।

এ বিষয়ে চারিদিকে গুঞ্জন উঠেছে, ২০২১ সালের নির্বাচনে বিজেপির হয়ে প্রচারণার শর্তে রাজি হওয়ায় নাকি সৌরভ গাঙ্গুলীকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি করা হচ্ছে! যদি এ বিষয়টি অস্বীকার করেছেন গাঙ্গুলী।

জল্পনা চলছে, বিজেপির হয়ে প্রচারের ব্যাপারে সম্মতি দিয়েই কি হাওয়া নিজের দিকে ঘুরিয়েছেন সাবেক এই অধিনায়ক?

২০২১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকেই কি তুলে ধরতে চাইছেন বিজেপি সভাপতি অমিত শাহ?

সৌরভ যদিও এসব জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘একেবারেই এমন কিছু নয়। কেউই এই ব্যাপারে আমাকে কিছু বলেনি।’

সৌরভের ভাষ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের দিকে শুরুতেই নজর দিতে চান তিনি।

সৌরভ বলেছেন, ‘বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই সময়ে সভাপতি হতে পারায় খুশি। কিছু করার জন্য দারুণ সুযোগ পেয়েছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক বা অন্য ভাবেই হোক, এটা মস্ত বড় দায়িত্ব। এই দায়িত্ব তাই রীতিমতো চ্যালেঞ্জিং।’

বোর্ড সভাপতি হওয়ার সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হওয়াকেও তুলনা করতে চাননি সৌরভ।

তার মতে, ‘দেশের অধিনায়ক হওয়ার ব্যাপারই আলাদা। সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তবে আমি কখনও ভাবিনি বোর্ড সভাপতি হতে পারব।’

বোর্ডমহলে যদিও ফিসফাস চলছে যে, সভাপতি পদ ছাড়া অন্য কোনো পদে আগ্রহী ছিলেন না তিনি। এই ব্যাপারেই নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে কথাও হয় তার।

এদিকে, বিসিআইয়ের সচিব হচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ হতে চলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল।

অনুরাগ ঠাকুর বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর কোনও কোনও মহল থেকে সভাপতি পদে সৌরভের পক্ষে জোরাল দাবি ওঠে। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এবার ‘দাদাগিরি’ যুগ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলাই যায়।

দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৭ সালে সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বহিষ্কারের পর ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছিল। সে সময় সুনীল গাভাস্করের মতো প্রাক্তন তারকা ওই পদে ‘মহারাজ’কে দেখতে চেয়ে মুখ খুলেছিলেন। ‘সৌরভ বোর্ডের সভাপতি পদের যোগ্য ব্যক্তি’ বলে মন্তব্য করেছিলেন তিনি। ২০১৯ সালে তার এই ইচ্ছা পুরণ হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে মহারাজের অভিষেক শুধু সময়ের অপেক্ষা বলে মত পর্যবেক্ষক মহলের। কারণ আজ সৌরভের বিরুদ্ধে কেউ আর মনোনয়ণপত্র জমা দেবেন না বলে মনে করা হচ্ছে। ফলে কোনও নির্বাচনের সম্ভাবনা নেই।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি